Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় প্রকাশ্যে বিরোধী নেতাকে ছুরিকাঘাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮

দক্ষিণ কোরিয়ায় প্রকাশ্যে বিরোধী নেতাকে ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ায় বিরোধীদলীয় নেতা লি জায়ে মিয়ং। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বিরোধীদলীয় নেতা লি জায়ে মিয়ংকে জনসম্মুকে প্রকাশে ছুরিকাঘাত করা হয়েছে। একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তার ঘাড়ে ওপর হামলা চালানো হয়। 

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানে সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।

ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার প্রায় ২০ মিনিটের মধ্যেই লিকে হাসপাতালে ভর্তি করা হয়। ইয়োনহোপ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার সময় লির জ্ঞান ছিলো।

লি বর্তমানে দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। তবে তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলের কাছে হেরে যান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫