Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদি আরবে মসজিদে তারাবি নামাজও বন্ধ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১৩:১৬

সৌদি আরবে মসজিদে তারাবি নামাজও বন্ধ

ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখ

নভেল করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে না এলে মসজিদে জামাতে নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। 

পাশাপাশি রোজার মাসে তারাবির নামাজ মুসল্লিদের ঘরেই আদায় করার আহ্বান জানিয়েছে সৌদি আরব সরকার।

এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে শনিবার দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখ এই আহ্বান জানান। 

এই মহামারী শিগরিরই দূর হওয়ার প্রার্থণা করে তিনি বলেন, মসজিদে তারাবিহর নামাজ বন্ধের চেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল ফরজ নামাজের জামাত বন্ধের সিদ্ধান্ত।

মসজিদে জামাতে হোক কিংবা বাসায় আদায় করা হোক- আল্লাহ যেন সবার তারাবিহ কবুল করেন সে দোয়া করেন শায়খ আবদুল আতিফ।

আরব নিউজ জানায়, রবিবার সৌদি আরবে করোনাভাইরাসে আরো সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪২৯ জন। এ নিয়ে সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৪৬৮ জনে।

করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবে সান্ধ্যকালীন কারফিউ বলবৎ রয়েছে। দুই পবিত্র মসজিদ- মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ সব মসজিদে জামাতে নামাজ সীমিত করা হয়েছে। বন্ধ রয়েছে ওমরাহ পালনও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫