Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভুটান নির্বাচন

সাবেক প্রধানমন্ত্রী তোবগের দলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১২:৩৪

সাবেক প্রধানমন্ত্রী তোবগের দলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

বিজয়ী শেরিং তোবগে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত ভুটানের প্রথম সংসদের বিরোধী দলের নেতা ছিলেন। ছবি: সংগৃহীত

মঙ্গলবারের (৯ জানুয়ারি) অনুষ্ঠিত ভুটানের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।  ভুটানে অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে ‘দেশজ জাতীয় সুখ (জিএনএইচ)’ দীর্ঘদিন ধরেই দেশটির নীতিনির্ধারক ও জনগণের কাছে   অগ্রাধিকার পাওয়া নীতিগুলোর মধ্যে অন্যতম। তবে এমন সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নির্বাচন হয়েছে, যখন ভোটারদের অনেকেরই প্রধান চিন্তা ছিল তরুণদের সংগ্রামী জীবনের কথা। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে বেকারত্বের হার বেশি দেখা যাচ্ছে দেশটিতে। একইসঙ্গে মেধাবীদের মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার সংখ্যাও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে পিডিপি। ফলে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো পরিবেশবাদী নেতা তোবগের।

জাতীয় পরিষদের মোট ৪৭ আসনের মধ্যে পিডিপি ৩০টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আর বাকি ১৭টি আসন পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। 

এদিকে নির্বাচন কমিশন আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে।

ভৌগলিকভাবে বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনের মধ্যবর্তী স্থানে ভুটানের অবস্থান। 

এদিকে নির্বাচনে জয়লাভ করার পর বন্ধু তোবগেকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট দিয়েছেন। 

উল্লেখ্য, ভুটানের নির্বাচন দুই পর্যায়ে ভোট হয়ে থাকে। নিয়মমতে প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেয়ার সক্ষমতা লাভ করে।

এর আগে গত ২৯ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে দেশটির পাঁচটি রাজনৈতিক দল অংশ নেয়। আর ওই ভোটে বাদ পড়ে যায় ক্ষমতাসীন দল ড্রুক নিয়ামরুপ থগপা (ডিএনটি)। বিদায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ডিএনটি মাত্র ১৩ শতাংশ ভোট পেয়ে প্রথম দফার নির্বাচনে চতুর্থ স্থান লাভ করে।

এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫