খাবারে বিষ মিশিয়ে এক পরিবারের ১১ সদস্যকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১০:৩০

খাবারে বিষ মিশিয়ে এক পরিবারের ১১ জনকে হত্যা। প্রতীকী ছবি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত সোমবার ঘরোয়া বিবাদের কারণে খাবারে বিষ মিশিয়ে তাদের হত্যার করা হয়।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার তখতি খেল শহরের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে দুইজন নারী ও দুইটি শিশু রয়েছে।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়, বিষ মেশানো খাবার খাওয়ার কারণে দুইদিন আগেই মৃতরা মারা যান। আর খাবারগুলো ওয়াজিরিস্তান থেকে কিনে এনেছিলো ভুক্তভোগীদের এক আত্মীয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, ঘরোয়া বিবাদের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
খাইবার পাখতুনখাওয়ার তত্ত্ববধায়ক মুখ্যমন্ত্রী আরশাদ হুসাইন জানান, জড়িতদের শিগগিরই আইনের আওয়তায় আনা হবে।