Logo
×

Follow Us

আন্তর্জাতিক

হুতিদের হামলা করা ব্রিটিশ জাহাজে আছেন বাংলাদেশি ক্রু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ২০:০৮

হুতিদের হামলা করা ব্রিটিশ জাহাজে আছেন বাংলাদেশি ক্রু

এডেন উপসাগরে এমভি মার্লিন লুয়ান্ডায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ছবি- সংগৃহীত

ইয়েমেনের এডেন উপসাগরে এমভি ব্রিটিশ মার্লিন লুয়ান্ডা নামের তেলবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের হামলায় আগুন লেগেছে।

আজ শনিবার (২৭ জানুয়ারি) ভারতের নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনটিডিভি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, শুক্রবার হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে শনিবার পর্যন্ত আগুন জ্বলছে। হামলার শিকার হয়ে আক্রান্ত জাহাজটি ভারতীয় নৌবাহিনীর কাছে সাহায্যের আবেদন করেছে। পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম পাঠানো হয়। সেটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, সমুদ্রে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের সেনারা সর্বদা সচেষ্ট রয়েছে। তবে এখন পর্যন্ত জাহাজের কোনও ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি। 

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা জানিয়েছে, যুদ্ধজাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জাহাজটিতে থাকা কোনো ক্রু ক্ষতিগ্রস্ত হননি।

হামলার পর হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্রিটিশ তেলবাহী জাহাজ ‘মার্লিন লুয়ান্ডায়’ আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজটিতে আঘাত করে এবং এর ফলে সেটিতে আগুন ধরে যায়। 

এটি লোহিত সাগরে এবং এর আশেপাশে হুতিদের বাণিজ্যিক জাহাজের ওপর সর্বশেষ হামলা। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ঘটনাটি এডেনের ৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে।

সূত্র- এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫