Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:২১

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৭

দুর্ঘটনায় বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

উড়োজাহাজ দুর্ঘটনায় ব্রাজিলে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল রবিবার (২৮ জানুয়ারি) দেশটির মিনাস গেরিস রাজ্যে এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে এ প্রাণহানি ঘটে।

দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উড়োজাহাজটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তবে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ব্রাজিলের মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে উড়োজাহাজের ধংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিলো।  

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছিলেন। দেশটির আমাজন বনে এ ঘটনা ঘটে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫