Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইলন মাস্ককে টপকে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫৫

ইলন মাস্ককে টপকে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

বার্নার্ড আর্নল্ট ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন মোয়েট হেনেসির চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের তথ্য অনুযায়ী, ফরাসি ধনকুবের ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ২০৭. ৬ বিলিয়ন।

শুক্রবার আর্নল্টের মোট সম্পদ টেসলা সিইওর মোট সম্পদ ২০৪.৭ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে যায়। ইলন মাস্ক ১৩ শতাংশ সম্পাদ হারিয়েছেন।  

এই দুই ধনকুবের ২০২২ সাল থেকে শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ে ছিলেন। গত বছরের শেষের দিকে শীর্ষস্থান অর্জন করেন বার্নার্ড আর্নল্ট। 

শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ নিচে দেওয়া হলো-
বার্নার্ড আর্নল্ট এবং ও তার পরিবার ($207.6 বিলিয়ন)
ইলন মাস্ক ($204.7 বিলিয়ন)
জেফ বেজোস (181.3 বিলিয়ন ডলার)
ল্যারি এলিসন (142.2 বিলিয়ন ডলার)
মার্ক জুকারবার্গ (139.1 বিলিয়ন)
ওয়ারেন বাফেট (127.2 বিলিয়ন ডলার)

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫