Logo
×

Follow Us

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় তিন দেশে যুক্তরাষ্ট্রের হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৩

২৪ ঘণ্টায় তিন দেশে যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্র জানিয়েছে উত্তেজনা বৃদ্ধির জন্য এসব হামলা চালানো হয়নি। ছবি- সংগৃহীত

গত সপ্তাহে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এ ছাড়া গত নভেম্বর থেকে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। হুতিরা ঘোষণা দিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলমুখী জাহাজে হামলা অব্যাহত থাকবে। 

লোহিত সাগরে হুতিদের হামলা রুখে দিতে ও জর্ডানে ঘাঁটিতে তিন সেনা নিহতের প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচের তিন দেশে হামলা চালিয়েছে। 

গত শুক্রবার রাতে ইরাক ও সিরিয়ায় ইরানি ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। এরপরেই শনিবার ইয়েমেনে হুতি গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে দেশটি। ইরাকে হামলার জেরে ইতিমধ্যে মার্কিন দূতকে তলব করেছে দেশটি। এ ছাড়া ইরান, রাশিয়া এসব হামলার কড়া নিন্দা জানিয়েছে। 

যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির জন্য এসব হামলা চালানো হয়নি। লোহিত সাগরে বাণিজ্যিক পথ নিরাপদ রাখতে ও জর্ডানে সেনা নিহতের প্রতিক্রিয়ায় এসব হামলা। 

তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বাড়তে পারে।

সূত্র- বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫