Logo
×

Follow Us

আন্তর্জাতিক

চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০

চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতীকী ছবি

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং এর উইগুর শায়ত্বশাসিত অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত আকি এলাকা। ৬৮ দূরে রয়েছে ইউসি। ভূমিকম্পের ঝাঁকুনি এই দুই এলাকায় ভালোভাবেই অনুভূত হয়েছে। 

আকির স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে বাড়িঘর কেঁপে ওঠে। যখনই বিষয়টি বুঝতে পারি, তখন ঘর থেকে বাইরে বের হয়ে যাই। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ভূমিকম্পের কারণ বিদ্যুৎ বিতরণে কোনো সমস্যা হয়নি এবং স্থানীয় কোনো ট্রেনও বন্ধ হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫