Logo
×

Follow Us

আন্তর্জাতিক

করোনার পরবর্তী কেন্দ্র হতে পারে আফ্রিকা: ডব্লিউএইচও

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:১১

করোনার পরবর্তী কেন্দ্র হতে পারে আফ্রিকা: ডব্লিউএইচও

আফ্রিকা মহাদেশ করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মহাদেশটিতে ভাইরাসের সংক্রমণে অন্তত ৩ লাখ মানুষের মৃত্যু এবং প্রায় ৩ কোটি মানুষ দরিদ্র হতে পারে বলে জাতিসংঘের কর্মকর্তারাও আশঙ্কা করেছেন।

গত এক সপ্তাহে আফ্রিকায় উল্লেখযোগ্য সংখ্যক করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায়  সেখানকার প্রায় ১৩০ কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে। 

এখন পর্যন্ত সেখানে প্রায় এক হাজার মৃত্যু ও ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। যা ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের তুলনায় কম।

আফ্রিকাবিষয়ক জাতিসংঘের ইকোনোমনিক কমিশন সতর্ক করে জানিয়েছে, ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে। মহাদেশটির সেফটিনেটের জন্য ১০০ বিলিয়ন ডলার তহবিল ও চলমান ঋণ পরিশোধ স্থগিত করার আহ্বান জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটি আফ্রিকার বিভিন্ন দেশের রাজধানী থেকে দূরবর্তী এলাকায় দ্রুত ছড়াচ্ছে। মহামারিতে প্রয়োজনীয় ভেন্টিলেটরের সংখ্যাও আফ্রিকার বিভিন্ন দেশে অপ্রতুল।

আফ্রিকার মোট জনগোষ্ঠীর এক তৃতীয়াংশেরও বেশি সুপেয় পানি থেকে বঞ্চিত; শহুরে অধিবাসীদের মধ্যে প্রায় ৬০ শতাংশই বিভিন্ন বস্তিতে গাদাগাদি করে থাকে। এসব কারণে করোনাভাইরাস আফ্রিকায় ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এখন পর্যন্ত উত্তর আফ্রিকায় করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আলজেরিয়া, মিসর ও মরক্কোতে দুই হাজারের বেশি আক্রান্ত ও শতাধিক মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু আলজেরিয়াতে (৩৪৮)।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় দুই সহস্রাধিক মানুষ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ৪৮ জনের। সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতে আক্রান্ত ৪৪২ ও মৃত্যু হয়েছে ১৩ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান ড. মাতশিডিসো মোয়েতি জানান, ইউরোপের তুলনায় আফ্রিকায় করোনার বিস্তার এখন পর্যন্ত কম হওয়ার পেছনে ভ্রমণের ভূমিকা রয়েছে। আন্তর্জাতিকভাবে ভ্রমণের ক্ষেত্রে আফ্রিকার মানুষ পিছিয়ে আছে। কিন্তু এখন যখন ভাইরাসটি আফ্রিকায় ছড়িয়ে পড়েছে আমরা আশঙ্কা করছি অন্য স্থানের মতোই এখানে তা দ্রুত ছড়িয়ে পড়বে। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫