Logo
×

Follow Us

আন্তর্জাতিক

করোনায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মারা গেছেন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১৮:৫৫

করোনায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মারা গেছেন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির ক্ষমতাধর চিফ অব স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (১৮ এপ্রিল) প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়।

আফ্রিকার জনবহুল এই দেশটির প্রেসিডেন্টের কাছে পৌঁছানো নিয়ন্ত্রণে দ্বাররক্ষীর ভূমিকা পালনকারী আব্বা কারির মৃত্যুতে প্রেসিডেন্ট বুহারির দপ্তর এক বিবৃতিতে শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, তিনি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তার চিকিৎসা চলছিলো। ১৭ এপ্রিল শুক্রবার তিনি মারা যান। আল্লাহ যেন তাকে কবুল করেন।

নাইজেরিয়ায় করোনাভাইরাসে মারা যাওয়া উচ্চপদস্ত প্রথম ব্যক্তি হচ্ছেন কারি। এ ভাইরাসে দেশটিতে ৪৯৩ জন আক্রান্ত হয়েছে এবং ১৭ জন মারা গেছে।

জার্মান সফরের পর মার্চ মাসের শেষের দিকে কেয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন।-এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫