পাকিস্তানে বিরোধীদলীয় নেতা হচ্ছেন আইয়ুব খানের নাতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ২০:১১

ওমর আইয়ুব খান। ছবি- সংগৃহীত
পাকিস্তানে বিরোধীদলীয় নেতা হতে পারেন ওমর আইয়ুব খান। ইতিমধ্যেই ওমর আইয়ুবকে জাতীয় পরিষদের বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের কাছে নাম জমা দিয়েছে পিটিআই-এসআইসি। ওমর বর্তমানে পিটিআইয়ের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ রবিবার (১০ মার্চ) ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই-সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) জোট শনিবার জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের কার্যালয়ে নথি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে ওমর আইয়ুব খানকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করেছে।
এর আগে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট গঠনের ঘোষণা দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলেও দলীয় সমঝোতা অনুযায়ী পিটিআইয়ের প্রায় ৯০ জন এমএনএ পরে এসআইসিতে যোগ দিয়েছিলেন।
পাকিস্তানের নিয়ম অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের সংরক্ষিত আসন বণ্টনে ভূমিকা রাখতে পারেন না। সে কারণেই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
এর আগে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বিরোধী অন্যতম শীর্ষ নেতা ওমরকে পার্লামেন্টে কথা বলতে দেননি। তখন সাবেক এনএ স্পিকার আসাদ কায়সার বলেছিলেন, ওমর আইয়ুব বিরোধী নেতা এবং তাকে কথা বলতে দেওয়া উচিত।
সূত্র- ডন