Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রাফাহতে হামলার প্রস্ততি, চীন থেকে ৪০ হাজার তাঁবু কিনছে ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১৪:৪০

রাফাহতে হামলার প্রস্ততি, চীন থেকে ৪০ হাজার তাঁবু কিনছে ইসরায়েল

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত শিশু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফাহতে স্থল হামলা পরিচালনার জন্য চীন হতে ৪০ হাজার তাঁবু ক্রয়ের আদেশ দিয়েছেন। ইসরায়েলি মিডিয়ার সূত্রে এ তথ্য জানান গেছে। হামলা শুরু হলে ‘ফিলিস্তিনিরা চাইলে সেখান থেকে সরে যেতে পারবে’ বলে জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় এসব তাবু স্থাপনের নির্দেশ দিয়েছে দখলদার দেশটির সরকার।

ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে, রাফাহতে স্থল হামলার প্রস্ততি হিসেবে এসব তাঁবু কেনা হচ্ছে। গাজার সর্বদক্ষিণে রাফাহতে প্রায় ১৫ লাখ বাস্তুচ্যূত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

রাফাহতে পরিকল্পিত ইসরায়েলি স্থলহামলা হলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে বলে বিশ্বব্যাপি উদ্বেগ-উৎকন্ঠাকে মোটেই পাত্তা দিচ্ছেন  ইহুদীবাদি রক্তপিপাসু নেতানিয়াহু। তিনি দাবি করছেন, সেখানে হামলা হলে আশ্রয়গ্রহণকারী বেসামরিক ফিলিস্তিনিরা যুদ্ধবিধ্বস্থ গাজার অন্যত্র পালিয়ে যেতে পারবেন।

এদিকে সফররত মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিনিধিদলের উদ্দেশ্যে বক্তৃতাকালে নেতানিয়াহু বলেন, লড়াই শুরু হলে গাজার ২৩ লাখ মানুষের যে অর্ধেক রাফাহতে আশ্রয় নিয়েছে তারা অন্যত্র সরে যেতে পারবেন। রয়টার্স জানায়, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের  হামলায় অন্তত ৩২ হাজার ৪৯০ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৪ হাজার ৮৮৯ জন আহত হয়েছেন। যাদের ৭০ ভাগেরও বেশি নারী ও শিশু। 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫