Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কাবা শরীফে মুসল্লির আত্মহত্যার চেষ্টা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১৮:১১

কাবা শরীফে মুসল্লির আত্মহত্যার চেষ্টা

কাবা শরীফ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কার মসজিদুল হারামের (কাবা শরীফ) ওপরের তলা থেকে লাফ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর খালিজ টাইমসের।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মক্কা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে কাবার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী। তবে পবিত্র এ মসজিদে আত্মহত্যার চেষ্টা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি তারা।

প্রসঙ্গত, ২০১৭ সালে সৌদি আরবের এক বাসিন্দা কাবা চত্বরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটকে দেন। ২০১৮ সালে পবিত্র কাবা শরীফে এক বাংলাদেশিসহ তিনটি আত্মহত্যার ঘটনা ঘটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫