Logo
×

Follow Us

আন্তর্জাতিক

‘ইউক্রেনের খারকিভ দখলের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১০:৩২

‘ইউক্রেনের খারকিভ দখলের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি।

এই মুহূর্তে ইউক্রেনের খারকিভ শহর দখলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন,  এই অঞ্চলে একটি বাফার জোন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমানে খারকিভে সামরিক অভিযান চালানো হচ্ছে। এর ফলে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে আর হামলা করতে পারবে না।

গতকাল শুক্রবার (১৭ মে) চীনের শহর খারবিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে।  

পুতিন বলেন, খারকিভে যা ঘটছে, এটি ইউক্রেনীয় কর্তৃপক্ষের কারণেই ঘটছে। কারণ তারা রাশিয়ার বেলগোরোদসহ সীমান্তবর্তী অঞ্চলের আবাসিক এলাকাগুলোতে গোলা বর্ষণ করছে। এর ফলে সেখানে বেসামরিক মানুষ মারা যাচ্ছে।

তিনি আরও বলেন, তারা শহরের কেন্দ্রস্থলে, আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে। আমি প্রকাশ্যে বলেছি যে এটি চলতে থাকলে আমাদের একটি নিরাপদ অঞ্চল স্থাপন করতে হবে। আমরা এখন সেটাই করছি।

এদিকে গত বৃহস্পতিবার (১৬ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভ অঞ্চলে পরিদর্শনে যান। তিনি খারকিভ সীমান্তের  যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত কঠিন হিসাবে বর্ণনা করেছেন। তিনি সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করতে তার সামরিক প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। 

ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, রুশ সেনাদের সঙ্গে সীমান্ত শহর ভভচানস্কে লড়াই হচ্ছে। শত্রুরা শহরের গভীরে প্রবেশ করতে পারেনি। খারকিভ শহর থেকে ভভচানস্ক প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

খারকিভে শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেছেন, এই দিকের পরিস্থিতি খুব কঠিন। আমরা নিজেদের সেনাদের শক্তি বাড়াচ্ছি।

খারকিভের পরিস্থিতি অবনতির কারণে গত বুধবার (১৫ মে) নিজের বিদেশ সফরগুলো বাতিল করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

ইউক্রেনীয় জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, ভভচানস্কের ভেতরে প্রবেশ ও শক্ত অবস্থান নেওয়ার জন্য শত্রুরা যে পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করা হয়েছে। সীমান্ত অঞ্চল থেকে ইউক্রেন প্রায় ৮ হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নিয়েছে।

ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো এক বিবৃতিতে বলেছেন, ভভচানস্কের উত্তর দিকে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বন্দি করে নিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেছেন, যারা পালানোর চেষ্টা করছে ও তাদের নির্দেশ মানছে না তাদের হত্যা করছে রুশ সেনারা।

ভভচানস্কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তাদের রক্ষণাত্মক পদক্ষেপ রুশ সেনাদের হামলার গতি ধীর করতে বাধ্য করেছে।

উল্লেখ্য, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এখন প্রায় ১৩ লাখ মানুষের বসবাস। গত কয়েকমাস ধরে শহরটিতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের ঘাটতির কারণে রুশ হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। শহরটি সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

রুশ সেনারা অঞ্চলটিতে দুই দিক থেকে আক্রমণ জোরালো করেছে। একটি হলো ভভচানস্ক শহর, যা সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। যদি রাশিয়া শহরটি দখল করতে সক্ষম হয় তাহলে এই অভিযানে এটিই হবে সবচেয়ে বড় সাফল্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫