Logo
×

Follow Us

আন্তর্জাতিক

১৬০ বার ভূকম্পনে কাঁপল ইতালি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ১০:৫০

১৬০ বার ভূকম্পনে কাঁপল ইতালি

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের আশেপাশের এলাকায় ১৬০ টিরও বেশি ভূমিকম্প হয়েছে। ছবি: সংগৃহীত

একদিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস। গত রাতে এসব ভূমিকম্প অনুভূত হয়। গতকাল মঙ্গলবার (২১ মে) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে নেপলসে ১৬০ বারেরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেপলস ও এর আশপাশে একের পর এক ভূমিকম্প অনুভূত হলে বাড়িঘর খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় অনেক স্কুল।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয় এবং কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময়ই রাস্তায় ছিলেন। অনেকে আত্মীয়দের সঙ্গে থাকতে অন্যত্র চলে যান।

নেপলসের এক বাসিন্দা একটি গণমাধ্যমকে বলেন, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।

ইল মাত্তিনো পত্রিকাকে এক বাসিন্দা বলেন, ভূমিকম্প এতো জোরাল ছিল যে, মনে হয়েছিল কম্পন কখনও শেষ হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫