Logo
×

Follow Us

আন্তর্জাতিক

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্লোভেনিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ২২:৩২

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্লোভেনিয়া

স্লোভেনিয়া পতাকা। ছবি: সংগৃহীত

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। আজ বৃহস্পতিবার (৩০ মে) প্রধানমন্ত্রী রবার্ট গোলব এ তথ্য জানিয়েছেন।

রাজধানী লুব্লজানায় এক সংবাদ সম্মেলনে রবার্ট গোলব বলেছেন, ‘আজ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়াকে সরকারের এই প্রস্তাব অনুমোদনের জন্য পার্লামেন্টে যেতে হবে।

গোলব সংবাদ সম্মেলনে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে শত্রুতা বন্ধ করার এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি শান্তির বার্তা।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫