Logo
×

Follow Us

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট পদের জন্য নিবন্ধন করলেন আহমেদিনেজাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ২১:৩৯

প্রেসিডেন্ট পদের জন্য নিবন্ধন করলেন আহমেদিনেজাদ

মাহমুদ আহমেদিনেজাদ। ছবি: সংগৃহীত

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান। ২৮ জুন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে।

এবার সেই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন সম্পন্ন করলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর আবার দেশটির প্রেসিডেন্ট হওয়ার প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। খবর সিএনএনের।

আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে। ইরানে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না, সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত ‘গার্ডিয়ান কাউন্সিল’। 

এই কাউন্সিল চাইলে তাঁর নিবন্ধন বাতিল করে দিতে পারে। ১১ জুন যাচাই-বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল।

আহমেদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

এর পর ২০১৩ সালে পদত্যাগ করেন। ২০১৭ ও ২০২১ সালে তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাঁকে বাধা দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫