Logo
×

Follow Us

আন্তর্জাতিক

লোকসভা নির্বাচন: ব্যবধান বাড়ছে বিজেপি-কংগ্রেসের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ২৩:০৪

লোকসভা নির্বাচন: ব্যবধান বাড়ছে বিজেপি-কংগ্রেসের

নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধি। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত মোট ২৯৮টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৪৮টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৫৮টি আসনে জিতেছে কংগ্রেস। 

ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, বিজেপি ও কংগ্রেসের মধ্যে ব্যবধান বাড়ছে। ৯০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 

২৩টি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। ১৪টি আসন পেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পাঁচটি আসনে জয় পেয়েছে দ্রাভিদা মুন্নেত্র কাঝাগাম (ডিএমকে)। জনতা দল পেয়েছে চারটি আসন। তিনটি করে আসন পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম) ও আম আদমি পার্টি। দুটি করে আসনে জয় পেয়েছে ও জনতা দল (জেডি-এস), তেলেগু দেশাম, শিব সেনা (এসএইচএসইউবিটি), শিব সেনা (এসএইচএস) ও জনতা দল (সেকুলার)।

এছাড়া একটি করে আসন পেয়েছে রাষ্ট্রীয় লোক দল, জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএমএস), রেভিউলেশনারী সোশালিস্ট পার্টি (আরএসপি), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভয়েজ অফ দ্য পিপলস পার্টি, জোরাম পিপলস মুভমেন্ট, শিরোমনি আকালি দল, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি, ভারত অধিবাসী পার্টি, সিকিম ক্রান্তি মোর্চা ও আজাদ সমাজ পার্টি।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত ২৯৮টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫