Logo
×

Follow Us

আন্তর্জাতিক

এবার ভিয়েতনাম সফরে গেলেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৯:৫০

এবার ভিয়েতনাম সফরে গেলেন পুতিন

উত্তর কোরিয়ার পর এবার ভিয়েতনাম সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার পর এবার ভিয়েতনাম সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতার নতুন মেয়াদে চীন ও উত্তর কোরিয়া সফরের পর তৃতীয় দেশ হিসেবে ভিয়েতনামে পুতিন। 

গতকা বৃহস্পতিবার (২০ জুন) ভোরে দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।  

এরইমধ্যে দেশটির উপ-প্রধানমন্ত্রী ট্র্যান হং হা'র সঙ্গে বৈঠক করেছেন পুতিন। এসময় ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভিয়েতনামের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন পুতিন। 

এ সফরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করবেন। আলোচনা করবেন শিক্ষা, অর্থনীতি ও জ্বালানি নিয়ে। 

এ নিয়ে মোট পাঁচবার ভিয়েতনামে গেলেন পুতিন।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫