Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ট্যাক্স বিলের বিরুদ্ধে কেনিয়ায় বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ২০:১৪

ট্যাক্স বিলের বিরুদ্ধে কেনিয়ায় বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১০

বিতর্কিত আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভ চলছে। ছবি: সংগৃহীত

ট্যাক্স বাড়ানো সম্পর্কিত একটি বিতর্কিত আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলিতে আজ মঙ্গলবার (২৫ জুন) অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। খবর রয়টার্সের।

বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনের কিছু অংশ জ্বালিয়ে দিয়েছে। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে পুলিশ গুলি চালায়।

রয়টার্সের একজন সাংবাদিক পার্লামেন্ট ভবনের বাইরে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর লাশ দেখতে পেয়েছেন।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত বিলটি পাসের পর সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন।

শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে কেনিয়াজুড়ে বিক্ষোভ হচ্ছে। ওই বিলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চান বিক্ষোভকারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫