Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নির্বাচন কমিশনের করা মামলায় খালাস পেলেন ইমরান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১৬:৪৬

নির্বাচন কমিশনের করা মামলায় খালাস পেলেন ইমরান খান

ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান আরও এক মামলায় খালাস পেয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় করা মামলায় বুধবার তাঁকেসহ কয়েক নেতাকে খালাস দেন ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খালাস পাওয়া অন্য নেতারা হলেন– শাহ মাহমুদ কুরেশি, শেখ রাশেদ, আসাদ কায়সার, শেহরিয়ার আফ্রিদি, ফয়সাল জাভেদ, রাজা খুররম নওয়াজ এবং আলী নওয়াজ আওয়ান।

ইমরান খান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিসহ কয়েক জনের বিরুদ্ধে ২০২২ সালে এই মামলা করা হয়েছিল। সে সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোশাখানা মামলা করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ হয়। এ ঘটনায় আপবাড়া পুলিশ স্টেশনে মামলা করে নির্বাচন কমিশন। ওই মামলা থেকে বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির মেহমুদ ইমরান খানসহ অন্যদের খালাস দিয়েছেন। গত সপ্তাহে মামলাটির শুনানি শেষ হয়। সে সময়ই রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালত।

পিটিআইয়ের আইনজীবী সরদার মাসরুফ ও আনসার কায়ানি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অন্যদের পক্ষে এই মামলায় যুক্তি উপস্থাপন করেন।

২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর পর থেকেই একাধিক মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন তিনি। এ বছরের শুরুতে দেশব্যাপী নির্বাচনের আগে তিনি কিছু মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এ ছাড়া আরো কয়েক ডজন মামলা লড়ছেন ইমরান খান। এর আগে গত মে মাসে সহিংসতার দুটি মামলা থেকে তাঁকে খালাস দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫