Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ১৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১০:২৬

জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ১৬

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত ১৬ নিহত। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর এ হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ৭৫ জন আহত হয়েছেন। যাদের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শনিবার (৬ জুলাই) হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর এক বিবৃতিতে জানায়, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল–জাউনি বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ)। এর আগেও একাধিকবার জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুসারে, গত ৭ অক্টোবর থেকে উপত্যকাজুড়ে চলমান ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি মানুষের নিহত হয়েছে। এর বেশিরভাগই নারী ও শিশু। খাবার, পানি, চিকিৎসা সেবা, ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে এই উপত্যকাবাসী।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু নারীর সংখ্যা অনেক বেশি। এছাড়া আহত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫