
ইরানের যুদ্ধজাহাজ ‘সাহান্দ’। ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলের আব্বাস বন্দরের অগভীর পানিতে দেশটির নৌবাহিনীর ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘সাহান্দ’ ডুবে গেছে।
রক্ষণাবেক্ষণের জন্য যুদ্ধজাহাজটি আব্বাস বন্দরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু গত রবিবার এটি হঠাৎ উল্টে যায়। পরবর্তীতে অবশ্য জাহাজটিকে সোজা করা হয়েছিল। কিন্তু আজ মঙ্গলবার (৯ জুলাই) জাহাজটি ডুবে যায়।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সংশ্লিষ্ট বার্তাসংস্থা নূরনিউজ এক প্রতিবেদনে বলেছে, সাহান্দ যুদ্ধজাহাজ, কঠিন পরিস্থিতির মধ্যেও সোমবার এটিকে সোজা করা হয়েছিল। কিন্তু জাহাজটিকে ধরে রাখা দড়ি ছিঁড়ে গেলে এটি ডুবে যায়।
ইরানের তৈরিকৃত এই যুদ্ধজাহাজটি ২০১৮ সালে যাত্রা শুরু করে। এতে হেলিকপ্টার অবতরণের একটি ডেক, টর্পেডো লঞ্চার, বিমান ও জাহাজ বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা ছিল।