Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে অর্থ সহায়তা ও ইসরায়েলকে বোমা সরবরাহের ঘোষণা যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ২২:৩৯

ফিলিস্তিনকে অর্থ সহায়তা ও ইসরায়েলকে বোমা সরবরাহের ঘোষণা যুক্তরাষ্ট্রের

গাজা নগরীর ধ্বংসস্তুপ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিমতীরের বাসিন্দাদের জন্য আরও ১০০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

একইদিনে ইসরায়েলে ৫০০ পাউন্ডের বোমা পাঠানোর ঘোষণা দেয় দেশটির সরকার। 

এদিকে গাজায় যেসব মানবাধিকার ও ত্রাণ সংস্থা কাজ করছে তারা অভিযোগ করেছে, ইসরায়েলের বাধার কারণে গাজার সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না।

গাজার ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি এবং আইন ও শাসনের অভাব এ বিষয়টি আরও কঠিন করে দিচ্ছে বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের সাহায্যকারী এ সংস্থাটি জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তারা এখন পর্যন্ত ৭৭৪ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা দিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫