Logo
×

Follow Us

আন্তর্জাতিক

‘আমি মারাও যেতে পারতাম’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১৪:২৮

‘আমি মারাও যেতে পারতাম’

শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি করা হয়। ছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মরে যাওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর গতকাল রবিবার (১৪ জুলাই) মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

স্থানীয় সময় গত শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি করা হয়। গুলি তাঁর ডান কানে লাগে। তাঁকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। এ হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা একজন নিহত হন। গুরুতর আহত হন দুজন।

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন টমাস ম্যাথিউ ক্রুকস নামের ২০ বছর বয়সী এক তরুণ। তিনি রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নিতে ট্রাম্প গতকালই যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে যান। মিলওয়াকিতে ১৫ থেকে ১৮ জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। এ সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

মিলওয়াকিতে যাওয়ার পথে নিজের উড়োজাহাজে বসে ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার এখানে থাকার কথা নয়, আমি মারাও যেতে পারতাম।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫