Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ব্যাংককে পাঁচতারকা হোটেল কক্ষে মিলল ৬ মরদেহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৯:৪৪

ব্যাংককে পাঁচতারকা হোটেল কক্ষে মিলল ৬ মরদেহ

গ্র্যান্ড হায়াত ইরাওয়ান হোটেল। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাঁচতারকা  গ্র্যান্ড হায়াত ইরাওয়ান হোটেলের একটি রুম থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। থাই সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত ছয় জন ভিয়েতনামের নাগরিক। তাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানে না দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

এদিকে থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমে পাঁচতারকা হোটেলটিতে গোলাগুলির খবর প্রকাশ করলেও পুলিশ বলছে সেখানে কোন গোলাগুলি হয়নি। এমনকি এধরনের কোন আলামতও তারা পায়নি।

পরে অবশ্য সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিষক্রিয়ায় ছয়জনের মৃত্যু হয়েছে। যদিও কীভাবে মৃত্যু ঘটল তার কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যাও পাওয়া যায়নি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, এটি থাইল্যান্ডের ভাবমূর্তির ব্যাপার। আমি চাইনা এই ঘটনায় পর্যটনখাতের উপর প্রভাব পড়ুক।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুর সঙ্গে ‘বিষাক্ত পদার্থের’ সংশ্লিষ্টতা রয়েছে। ধারণা করা হচ্ছে, নেশা বা মদজাতীয় কোনো কিছু পান করে তাদের মৃত্যু হতে পারে।

থাই প্রভাবশালী সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। তাদের কক্ষে কোনো ধরনের সহিংসতার আলামত পাওয়া যায়নি এবং তাদের লাগেজগুলো কক্ষের সামনের দরজার কাছে পাওয়া গেছে।

কীভাবে এবং কি কারণে এই ছয়জনের মৃত্যু হলো সেটির কারণ খুঁজে বের করতে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা এবং আশপাশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫