হামলার ঘটনায় এফবিআইয়ের সন্দেহের তীর ট্রাম্পের দিকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:১৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণার সময় প্রাণঘাতী হামলা থেকে বেঁচে ফিরেছেন রিপাবলিকানের প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সত্যিই কি বুলেট তার কান ছুঁয়েছিল! নাকি অন্য কিছু আছে এই হামলার ঘটনায়? এমন সংশয় প্রকাশ করেছেন খোদ এফবিআই কর্তা ক্রিস্টোফার। গতকাল শুক্রবার (২৬ জুলাই) মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটির সামনে এই প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে এফবিআই কর্তা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সম্মান রেখেই বলছি, প্রশ্ন উঠছে তার কানে কি বুলেট লেগেছিল? নাকি কোনো ধারালো বস্তুর সংস্পর্শেই চোটগ্রস্ত হন তিনি? এই মুহূর্তে আমি বলতে পারব না বুলেটটা কোথায় গিয়ে পড়েছিল?
গত ১৩ জুলাই নির্বাচনী জনসভায় গিয়ে হামলার শিকার হন ট্রাম্প। জানা যায়, দলীয় কর্মীর ছোঁড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে বর্ষীয়ান নেতার। সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি। মামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসকে ঘটনাস্থলেই খতম করে সিক্রেট সার্ভিসের অফিসাররা। তবে গুলি খাওয়ার পরও ভেঙে পড়েননি ট্রাম্প।
প্রাথমিক চিকিৎসা সেরেই তিনি নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। রিপাবলিকান প্রার্থী হিসাবে সরকারিভাবে তার নাম ঘোষণাও হয়েছে চলতি সপ্তাহে। হামলার পর প্রথম নির্বাচনী জনসভা থেকে রীতিমতো হুংকারের সাথে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, আমি মোটেই চরমপন্থী নই। গত সপ্তাহে আমি গণতন্ত্রের জন্য গুলি খেয়েছি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তার পরিবর্তে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট হতে পারেন কমলা হ্যারিস, এমনটাই মনে করছেন মার্কিন রাজনীতিক মহল।’ ট্রাম্প অবশ্য জানিয়ে দিয়েছেন, এই পরিবর্তনে তার সমস্যা নেই। বরং তার কাজ আরো সহজ হবে! বাইডেনের চেয়ে কমলাকে হারানো ঢের সহজ বলেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুংকার দিয়েছেন তিনি। যদি ও মঙ্গলবার এক নতুন পোলে দেখা গিয়েছে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা!
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সব রাজনীতিকের নিরাপত্তা দেয় সিক্রেট সার্ভিস নামে একটি সংস্থা। ওইদিনের সভায় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বেও ছিল তারা। তাই গুলি-ঘটনার পর সিক্রেট সার্ভিসের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। টমাস কেন ট্রাম্পকে খুন করতে চেয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়।