
ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত
মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থিতার ঘোষণা করলেন কমলা হ্যারিস। বয়স ও নানা কারণে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি।
গতকাল শনিবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানিয়ে কমলা হ্যঅরিস লিখেছেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ফর্মে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব। আর ব্যাপক জনসমর্থনই নভেম্বরের নির্বাচনে আমাদের জয়ী করবে।
এদিকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর ভোটের হাওয়া যে এখন ডেমোক্র্যাটদের দিকে বইছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক জনমত জরিপ। সম্প্রতি এক জনমত জরিপে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা। ইপসসের ওই জরিপে দেখা গেছে, যেখানে ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ ভোট, সেখানে কমলার ঝুলিতে ভোট পড়েছে ৪৪ শতাংশ।
অন্যদিকে তার আগের সপ্তাহের এক জনমত জরিপেও অবশ্য ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন কমলা। সেবার সমান লড়াই হয়েছিল দুজনের। দুজনই পেয়েছিলেন ৪৪ শতাংশ ভোট। তাই সব মহলে এখন কৌতূহল, পাশার দান কি তবে উল্টে গেল?
এদিকে মার্কিন নির্বাচনে কমলার রানিংমেট হিসেবে আসছে একাধিক নাম। তিনটি নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। তারা হলেন, পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি এবং ক্যান্টাকির গভর্নর অ্যান্ডি বেশার। এ ছাড়া দৌড়ে রয়েছেন নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার, ইলিনয়ের গভর্নর জে বি প্রিজকার ও মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার।
সূত্র: বিবিসি ও হিন্দুস্তান টাইমস।