যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়ালো

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১২:৪০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সৈন্যদের মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
গতকাল মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটি এ কথা জানায়।
করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে আজ বুধবার পর্যন্ত ৫৯ হাজার ২৬৬ জন মারা গেছে। আর জাতীয় আর্কাইভের তথ্যানুযায়ী ভিয়েতনাম যুদ্ধে ও যুদ্ধকালীন অন্যান্য দুর্ঘটনায় ৫৮ হাজার ২২০ মার্কিন সেনার মৃত্যু হয়েছে।
এদিকে হ্যানয়ে ভিয়েতনাম কর্তৃপক্ষ বলেছে, উত্তর ভিয়েতনামের নিয়মিত বাহিনী ও ভিয়েট কং গেরিলা বাহিনী মিলিয়ে দেশটির ১২ লাখ সৈন্য মারা গেছে। এছাড়াও ২০ থেকে ৩০ লাখ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
জনস হপকিন্স জানায়, চীনের প্রতিবেশী কমিউনিস্ট দেশ ভিয়েতনামে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭০ জন, এ পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
গত ১৮ দিনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। দেশটির আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশ নিউইয়র্ক অঙ্গরাজ্যের। এরপর আক্রান্তের দিক থেকে শীর্ষে থাকা অঙ্গরাজ্যগুলো হলো নিউজার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়া। -এএফপি ও আল জাজিরা