Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে শিশুসহ আহত ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ২৩:৫১

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে শিশুসহ আহত ৮

এখন আর কোনো হুমকি নেই বলে পুলিশ নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সাউথপোর্টে নাচের অনুশীলনের সময় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। 

মার্সেসাইড পুলিশ জানিয়েছে যে কর্মকর্তারা সাউথপোর্টে হার্ট স্ট্রিটের এই হামলাকে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং একটি ছুরি জব্দ করা হয়েছে। এখন আর কোনো হুমকি নেই বলে পুলিশ নিশ্চিত করেছে। 

তবে হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। নর্থওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) বলেছে, তারা ছুরিকাহত ৮ জনকে চিকিৎসা দিচ্ছে। আর কয়েকজনকে অল্ডার হে চিলড্রেনস হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, ছুরিকাঘাতের এই ঘটনাকে জঘন্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জরুরি পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন।_রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫