Logo
×

Follow Us

আন্তর্জাতিক

৪৯ বছরের ছোট বান্ধবীকে বিয়ের পরেই মৃত্যু ৯১ বছরের ধনকুবের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১৫:২৭

৪৯ বছরের ছোট বান্ধবীকে বিয়ের পরেই মৃত্যু ৯১ বছরের ধনকুবের

ধনকুবের রিচার্ড লুগনা ও তার স্ত্রী সিমোন রেল্যান্ডা। ছবি: সংগৃহীত

প্রবাদে আছে, কোনো ঘটনায় অনেকের কপাল পুড়ে, আবার অনেকে কপাল খুলে। অস্ট্রিয়ার ধনকুবের রিচার্ড লুগনার মৃত্যুতে এমন পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন দেশটির নাগরিকরা। কারণটা অবশ্য বিয়ে সংক্রান্ত।

জানা গেছে, গত ১ জুন রিচার্ড লুগনার ভিয়েনা সিটি হলে ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব এবং পরিবারকে সঙ্গে নিয়ে ৪২ বছর বয়সী সিমোন রেল্যান্ডারকে বিয়ে করেন। লুগনার ছিলেন একজন সফল অস্ট্রিয়ান ব্যবসায়ী যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ে নিজের ভাগ্য গড়ে তুলেছিলেন। গড়ে উঠেছিল লুগনার সাম্রাজ্য।

তবে রিচার্ড লুগনারের বিলাসবহুল ও বর্ণময় জীবনের ইতি ঘটল তার শেষ বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই। ৯১ বছরের এই সফল ব্যবসায়ী গত সোমবার ভিয়েনায় তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এতেই নেটিজেনরা মাতেন নানা বিতর্কে। একদলের ভাষ্য, লুগনার মৃত্যুতে তার নতুন বউয়ের কপাল খুললো। এখন তিনি বিশাল সম্পত্তির মালিক। আবার অনেকে লুগনারের জন্য হতাশা প্রকাশ করেছেন। আবার অনেকে এই বিষয়টি নিয়ে মজেছেন মজার দুষ্টু কৌতুকে।  

লুগনার বরাবরই আলোচনায় ছিলেন তার জীবনযাত্রা ও তারকা বন্ধুবান্ধবদের জন্য। কিম কার্দাশিয়ান এবং পামেলা অ্যান্ডারসনের পাশাপাশি জোয়ান কলিন্স, জেন ফন্ডা, প্যারিস হিল্টনকে বিভিন্ন সময়ে দেখা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তার সঙ্গে।

১৯৭৫ সালে লুগনার তার প্রথম বড় প্রকল্প অস্ট্রিয়ার প্রথম এবং বৃহত্তম মসজিদ ‘ভিয়েনা ইসলামিক সেন্টার’ নির্মাণের কাজে হাত দেন। আইনি বাধা পেরিয়ে ১৯৭৭ সালের ১ জুলাই নির্মাণ কাজ শুরু করেন লুগনার। ১৯৭৯ সালের ২০ নভেম্বর কাজ শেষ হয়। অস্ট্রিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মসজিদটির উদ্বোধন করেন।

তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি লুগনারকে। তার সবচেয়ে দামি সম্পত্তির মধ্যে একটি হল ভিয়েনার ‘আইকনিক লুগনার সিটি শপিং সেন্টার’। ১৯৯০ সালে তিনি এটি তৈরি করেছিলেন।

লুগনার তার জীবনে ছয়বার বিয়ে করেছিলেন। কিন্তু প্রতিবারই অশান্ত প্রেমের কারণে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। তার বিবাহিত জীবনের উত্থান-পতনের খবর নিয়মিত প্রকাশিত হত, কারণ তিনি নিজের সম্পর্কে মুখ খুলতে বরাবরই আগ্রহী ছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫