Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসছে মারাত্মক মাঙ্কিপক্স

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:০৯

দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসছে মারাত্মক মাঙ্কিপক্স

পাকিস্তানে মারাত্মক মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত। ছবি : সংগৃহীত

আফ্রিকা ও ইউরোপের পর এবার এশিয়াতেও লাগতে শুরু করেছে মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব। পাকিস্তানে মারাত্মক মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত আরও এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এই নিয়ে তোট তিনজন মাঙ্কিপক্সের রোগী শনাক্ত করা হলো। 

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত দেশটির তিনজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। খবর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের। 

পাকিস্তানে আগেও মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা গেছে, তবে এবার আক্রান্ত রোগীরা ভাইরাসটির কোন ধরনে আক্রান্ত হয়েছেন তা এখনো নিশ্চিত করা যায়নি।

খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেলিম খান জানিয়েছেন, রোগীদের মধ্যে দুজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে, এবং তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য রাজধানী ইসলামাবাদের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তিনজনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে তিনি জানান।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশে মাঙ্কিপক্সের একটি সন্দেহজনক কেস শনাক্ত করা হয়েছে।

আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো থেকে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরের দিনই সুইডেনে আফ্রিকা ফেরত একজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫