Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কিছু কন্টেন্ট ফেসবুকে শেয়ার না দিতে জাকারবার্গকে চাপ দেয় বাইডেন প্রশাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১৭:৫৬

কিছু কন্টেন্ট ফেসবুকে শেয়ার না দিতে জাকারবার্গকে চাপ দেয় বাইডেন প্রশাসন

মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত

কিছু কনটেন্ট শেয়ার না করার জন্য মার্কিন আমেরিকার জো বাইডেন প্রশাসন থেকে চাপ এসেছিল বলে দাবি করেছেন মেটার প্রধান নির্বাহী ও চেয়ারম্যান মার্ক জাকারবার্গ। করোনা মহামারির সময় এই চাপ আসে বলে অভিযোগ করেন তিনি। 

সম্প্রতি হাউস জুডিশিয়ারি (বিচার বিভাগীয়) কমিটির কাছে পাঠানো এক চিঠিতে জাকারবার্গ এসব কথা বলেন।

চিঠিতে মার্ক জাকারবার্গ বলেন, ‘২০২১ সালে হোয়াইট হাউস সহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক মাস ধরে আমাদের টিমকে হিউমার ও ব্যঙ্গাত্মকসহ নির্দিষ্ট কিছু করোনা বিষয়ক সেন্সর করার জন্য বারবার চাপ দিয়েছিলেন। এবং আমরা রাজি না হলে আমাদের টিমের প্রতি অনেক হতাশা প্রকাশ করেছিলেন তারা।’  

মার্ক জাকারবার্গ আরও বলেন, ‘আমি আগেও আমাদের দলকে বলেছি, এখনও বলছি। আমি মনে করি কোনো প্রশাসনের চাপে বা নির্দেশনায় আমরা আমাদের কনটেন্ট নিয়ে কম্প্রোমাইজ করব না। আমরা আমাদের নীতি মেনেই কাজ করব।’ 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জুলাইয়ে বলেছিলেন, সোশ্যাল মিডিয়ার এসব প্ল্যাটফর্ম মহামারির এই সময়ে ভুল তথ্য দিয়ে মানুষকে মেরে ফেলছে। 

এবার সেই ইস্যুতে চিঠি লিখলেন জাকারবার্গ। এ ব্যাপারে এফবিআইও সতর্ক করেছিল তাদের। তিনি বলেন, ওই সময় হান্টার বাইডেন ও রুশ একটি ফার্মের ব্যাপারে তথ্য প্রকাশ করতে নিষেধ করা হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫