
মাইক পম্পেও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীনের ল্যাব থেকে যে করোনাভাইরাস ছড়িয়েছে সে বিষয়ে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে।
পম্পেও’র এমন দাবিতে বেইজিংয়ের সাথে নতুন করে উত্তেজনা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ব্যবস্থাপনা নিয়ে বারংবার চীনের সমালোচনা করে আসছিলেন। তিনিও দাবি করেন, চীনের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ তাদের কাছে রয়েছে।
যুক্তরাষ্ট্রের এ দাবি চীন অস্বীকার করেছে। মার্কিন গোয়েন্দা পরিচালক বলেছেন, এই মহামারির সত্যিকার উৎপত্তি নিয়ে বিশ্লেষকরা এখনো গবেষণা করছেন।
বিজ্ঞানীদের ধারণা ভাইরাসটি পশুর শরীর থেকে মানব শরীরে প্রবেশ করেছে। চীনের উহানের পশুর বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে তারা মনে করছেন।
সিআইয়ের সাবেক প্রধান পম্পেও এবিসি নিউজকে বলেছেন, কভিড-১৯ মানুষের তৈরি নয়, এ বিষয়ে তিনি সস্মত। তবে ভাইরাসটি যে চীনের ল্যাব থেকে ছড়িয়েছে এ বিষয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। অবশ্য বক্তব্যের সমর্থনে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি বলেন, পুরো বিশ্বই এখন দেখতে পাচ্ছে। স্মরণ করুণ বিশ্বকে সংক্রমিত করার ইতিহাস চীনের রয়েছে। আর চীনের ল্যাবরেটরির মান খারাপ। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। আমরা সবকিছুকে জবাবদিহির আওতায় আনবো।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভাইরাসটিতে ২ লাখ ৪৮ হাজারের বেশি লোক মারা গেছে, সংক্রমিত হয়েছে ৩৫ লাখ মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছে ৬৮ হাজারেরও বেশি মানুষ।