গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ২০:৫৩

গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫৪ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল। হামলার তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে গেছে তাদের দেহ। আহতদের আল-আকসা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী শরণার্থী শিবিরে হামলার আগে কোনো সতর্কতাও জারি করেনি। বারবারই এমন ঘটনা ঘটছে। এখন পর্যন্ত ১৬০টি আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে তারা।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।