
ইরানের পতাকা। ফাইল ছবি
নিজেদের সামরিক বাজেট তিনগুণ করেছে ইরান। মঙ্গলবার (২৯ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানাানো হয়েছে।
ইরানের মুখপাত্রর ফাতেমেহ মোহাজেরানী বলেন, সামরিক বাজেট তিনগুণ করার প্রস্তাব করেছে সরকার। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সামরিক বাজেটে ২০০ শতাংশের বেশি বাড়ানোর রূপরেখা ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বাজেট বাড়ানোর কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। তবে থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় প্রায় ১০ দশমিক তিন বিলিয়ন ডলার ছিল।
গত ০১ অক্টোবরে ইসরায়েলে ইরানের দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এমন বাজেটের খবর সামনে এসেছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, এতে করে চার সেনা নিহত হয়েছেন এবং রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠী হামাস এবং হিজবুল্লাহর নেতাদের পাশাপাশি তাদের এক কমান্ডারকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছিল।
সরকারের মুখপাত্র বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।