Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ২২:৫০

পাকিস্তানে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণে পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে এ বিস্ফোরণ ঘটে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। গুগল ম্যাপ অনুযায়ী, হাসপাতাল থেকে এক মিনিটের হাঁটা পথের দূরত্বে মেয়েদের একটি স্কুল আছে।

কালাত জেলা প্রশাসক নাইম বাজাই বলেছেন, এই বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন। এ ছাড়া আরও ১৭ জন আহত হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে দেওয়া সাক্ষাৎকারে বাজাই বলেন, ‘এ পর্যন্ত পাঁচ স্কুল শিক্ষার্থীসহ সাতজন নিহত হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে।’

কালাতের জেলা প্রশাসক নাইম বাজাই বলেন, ‘পুলিশের একটি টহল গাড়ির কাছে মোটরসাইকেলে যুক্ত থাকা একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে।’

পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘মেয়েদের একটি হাইস্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিন্দা জানিয়েছেন।’

নাইম বাজাই বলেন, ‘উপকমিশনার এবং সহকারী কমিশনার হাসপাতালগুলোর পরিস্থিতির ওপর নজর রাখছেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।’

এর আগে মাস্তুং এলাকার পুলিশের কর্মকর্তা মিয়াঁদাদ উমরানি ডনকে বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে চারজন পুলিশ সদস্য আছেন। বিস্ফোরণে নিহত শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি এবং কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছেও বলেও উল্লেখ করেন।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫