Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাবে বিশ্ব শেয়ারবাজার ঊর্ধ্বমুখী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:১৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাবে বিশ্ব শেয়ারবাজার ঊর্ধ্বমুখী

প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রের নির্বাচন চলাকালে বুধবার সকালে জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক স্টক সূচক ঊর্ধ্বমুখী এবং অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের দাম বেড়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ ত্যথ জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

জাপানে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্টক সূচক ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যেখানে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ স্টক সূচক ১ শতাংশ বেশি। যদিও হংকংয়ের হ্যাং সেং স্টক সূচক ১ শতাংশেরও বেশি নিচে ছিল, তবে মূল ভূখণ্ড চীনে সাংহাই কম্পোজিট সূচক প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাকের সকল স্টক সূচক ১ শতাংশেরও বেশি বেড়েছে।

ইউরো, পাউন্ড এবং জাপানি ইয়েনসহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।

বিনিয়োগ সংস্থা কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, আজ আমরা বিশ্ব বাজারজুড়ে কিছু ওঠানামা দেখতে পাচ্ছি, বিশেষ করে মার্কিন ডলার এবং চীনা স্টকগুলো প্রধান উদাহরণ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫