নিজ্জার হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:১৯

ছবি: সংগৃহীত
কানাডায় বসবাসকারী খালিস্তানি শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার ষড়যন্ত্রের কথা জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডিয়ান সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, কানাডায় খালিস্তান আন্দোলনের নেতাকে হত্যার ষড়যন্ত্রের কথা মোদি আগে থেকেই জানতেন। তবে ঘটনাটি জানলেও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত– এমন কোনো তথ্যপ্রমাণ সে দেশের গোয়েন্দাদের কাছে নেই। ভারত এ অভিযোগ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেও এর তীব্র নিন্দা জানিয়েছে।
কানাডা সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য গ্লোব অ্যান্ড মেইল জানায়, নিজ্জার হত্যার ছক কষেছিলেন অমিত শাহ নিজে। সেই ছকের কথা জানানো হয়েছিল মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। সেই দেশের গোয়েন্দারা মনে করেন, মোদিকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত অমিত শাহ, জয়শঙ্কর ও দোভাল নেবেন না।
নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরাসরি যুক্ত বলে কানাডা সরকার আগেই অভিযোগ তুলেছিল। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে এ অভিযোগ এনে বলেছিলেন, এমন মনে করার যথেষ্ট তথ্য তাদের আছে। ভারতের উচিত, তদন্তে নিযুক্ত গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করা। তবে ভারত শুরু থেকেই ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছে।
জয়সওয়াল বলেছেন, কানাডার সরকারি সূত্রের বরাত দিয়ে এই ধরনের প্রতিবেদনের তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমরা। আমরা সাধারণত সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনো প্রতিক্রিয়া দিই না। এই ধরনের ভুয়া প্রচারণা ভারত-কানাডার সম্পর্কে আরও তিক্ততা বাড়াবে। এমনিতেই এ মামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দিল্লির দাবি, রাজনৈতিক কারণেই ভারতের ঘাড়ে এই দোষ চাপাচ্ছেন ট্রুডো।