স্বেচ্ছা কোয়ারেন্টিনে ফাউচিসহ শীর্ষ ৩ মার্কিন বিশেষজ্ঞ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২০, ১২:২৬

ডা. অ্যান্থনি ফাউচি
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচিসহ তিন বিশেষজ্ঞ ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন।
দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের এই পরিচালকের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। তবে তিনি হোয়াইট হাউসের আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এজন্য স্বেচ্ছায় সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফাউচি নিজেই সংবাদমাধ্যম সিএনএন-কে এ তথ্য জানিয়েছেন। ৭৯ বছর বয়সী ফাউচির প্রথম পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে আগামী দিনগুলোতে নিয়মিতভাবে তাকে পরীক্ষা করা হবে।
করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন ফাউচি। করোনা নিয়ে হোয়াইট হাউসে ট্রাফের নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত থাকতেন তিনি।
যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) কমিশনার স্টিভেন হানের (৬০) পরীক্ষাতেও সংক্রমণ ধরা পড়েনি। তবে আক্রান্ত সেই হোয়াইট হাউস কর্মীর বেশি কাছাকাছি ছিলেন বলে তাকে পুরোপুরি দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে বলে এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ডকেও পুরো দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে।
এদিকে করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত হয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। তবে ওই কর্মকর্তা গত কয়েক সপ্তাহে ইভাঙ্কার কাছাকাছি যাননি বলে জানিয়েছে সিএনএন।
ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী কেটির নমুনা পরীক্ষায় শুক্রবার করোনাভাইরাস ধরা পড়লে হোয়াইট হাউজের ভেতরে ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়।
এ নিয়ে হোয়াইট হাউসের অন্তত তিন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মূলত এরপরই কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন ফাউচি।