লোহিত সাগরে পর্যটকবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১৫:৫০

লোহিত সাগরের উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
মিসরের লোহিত সাগরের উপকূলে একটি পর্যটকবাহী নৌকা ডুবির পর ১৬ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মিসরের রেড সি প্রদেশের গভর্নরের মতে, পর্যটকবাহী নৌকাটিতে ১৩ জন ক্রুসহ ৪৪ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নৌকাটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়ে নৌকায় থাকা লোকজনের কথা উল্লেখ করে বলা হয়েছে, একটি ঢেউ নৌকাটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়। আবহাওয়ার পূর্বাভাসদাতারা রবিবার এবং সোমবার সমুদ্রে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করেছিলেন।
লোহিত সাগর প্রদেশের গভর্নর মেজর জেনারেল আমর হানাফি বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্সা আলমের দক্ষিণে ওয়াদি আল-গেমাল এলাকায় পাওয়া গেছে এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন।
কর্মকর্তারা জানায়, পাঁচ দিনের ভ্রমণের জন্য গত রবিবার মার্সা আলমের কাছে বন্দর ছেড়েছিল সি স্টোরি নামের এই নৌযানটি।