গাজায় যুদ্ধাপরাধ হয়েছে: ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩

ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ ও জাতিগত নিধন হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন।
তিনি বলেছেন,‘সেখানে (গাজা) যা ঘটছে এবং আমাদের কাছ থেকে যা গোপন করা হচ্ছে; সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি। দিনশেষে সেখানে (গাজা) যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।’
ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মোশে ইয়ালুন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
তবে সাবেক প্রতিরক্ষামন্ত্রীর এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, এসব ‘ভিত্তিহীন’ অভিযোগ।
নেতানিয়াহুর লিকুদ পার্টি পাল্টা অভিযোগে বলেছে, মোশে ইয়ালুন ‘মিথ্যা অপবাদ’ ছড়াচ্ছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন।