Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আগরতলায় কনস্যুলার সেবা বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪

আগরতলায় কনস্যুলার সেবা বন্ধ

বাংলাদেশের সহকারী হাই-কমিশন। ফাইল ছবি

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশনে হামলার পর সেখানকার কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাময়িকভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনে কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশনে সাময়িকভাবে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িকভাবে সহকারী হাই-কমিশন থেকে ভিসা সেবা বন্ধ থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাই-কমিশনে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিৃবতি দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করেছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫