
দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করেছে ভারতীয় কৃষকেরা। ছবি: সংগৃহীত
বিভিন্ন দাবিতে দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা।
হরিয়ানা ও পঞ্জাব রাজ্যের শম্ভু সীমান্ত থেকে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হয় ‘দিল্লি চলো’ পদযাত্রা।
দিল্লি অভিমুখে এই কর্মসূচির ডাক দেয় ভারতের কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা।
দিল্লিতে কৃষকদের পদযাত্রাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে হরিয়ানার আম্বালা জেলায় বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাঁচ বা এর বেশি লোক জড়ো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আম্বালার সব বন্ধ রাখা হয়েছে স্কুল। আর ১১টি গ্রামে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট। কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীও।
ফসলের জন্য ন্যূনতম মূল্য নির্ধারণে আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন কৃষকরা। সেইসাথে ঋণ মওকুফ, কৃষক এবং তাদের শ্রমিকদের জন্য পেনশন সুবিধারও দাবি তাদের। এ ছাড়া ২০২১ সালের সহিংসতার শিকার কৃষকদের ন্যায়বিচার নিশ্চিতেরও দাবি জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।
এর আগে গত সোমবার উত্তর প্রদেশের কৃষকেরা দিল্লির দিকে পদযাত্রা করার চেষ্টা করেন। যদিও তাদের নয়ডাতেই থামিয়ে দেওয়া হয়। তবে ওই পদযাত্রার কারণে দুই রাজ্যের সীমান্তে ব্যাপক যানজট হয়।