Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনের সমালোচনা করায় ট্রাম্পের প্রশংসায় ক্রেমলিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২

ইউক্রেনের সমালোচনা করায় ট্রাম্পের প্রশংসায় ক্রেমলিন

ডোনাল্ড ট্রাম্প ও দিমিত্রি পেসকভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পরে তার প্রশংসা করেছে ক্রেমলিন।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাইম সাময়িকীতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এই সাক্ষাৎকার ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র সমালোচনা করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা পাগলামি। কারণ, এটি যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনের উচিত হয়নি, এই অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া।’

সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দেওয়া এই বক্তব্য নিয়ে গত শুক্রবার প্রতিক্রিয়া জানায় রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বিবৃতিটি সম্পূর্ণরূপে রাশিয়ার অবস্থানের সঙ্গে মিলে যায়।

দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘এই যুদ্ধের তীব্রতা বাড়ার কারণ সম্পর্কে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে ট্রাম্পের মন্তব্য সংগতিপূর্ণ।’

ক্রেমলিনের মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে ট্রাম্প বুঝতে পেরেছেন, ঠিক কোন বিষয় উত্তেজনা বাড়াচ্ছে।

মস্কোর পক্ষ থেকে আগেই হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতির বিষয়টি একটি বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।

কিয়েভের পক্ষ থেকে বলা হয়, শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর অধিকার ইউক্রেনের থাকা উচিত।

তবে ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের গতিপথ আদৌ পরিবর্তন করতে পারবে কি না, সে বিষয়ে খোদ যুক্তরাষ্ট্রেরই কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫