Logo
×

Follow Us

আন্তর্জাতিক

টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:৪৯

টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ

বিস্ফোরণে জ্বলতে থাকা সাইবার ট্রাক। সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল লাস ভেগাসের বাইরে অবস্থানরত সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের এই ঘটনায় সাইবার ট্রাকটির চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন।

এই ঘটনাটি এমন সময় ঘটল- যার মাত্র কয়েক ঘণ্টা আগেই হামলার ঘটনায় নিউ অরলিন্সে ১৫ জন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলাটি সন্ত্রাসী হামলা কীনা এবং নিউ অরলিন্সের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও এক বিবৃতিতে এমনটাই বলেছেন।

এফবিআই নিশ্চিত করেছে যে দুই ঘটনার ক্ষেত্রেই গাড়িগুলো কার শেয়ারিং সার্ভিস ‘টুরো’ থেকে ভাড়া করা। টুরোর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা বুঝতে পারেননি- ভাড়া করা গাড়িগুলো নাশকতার জন্য ব্যবহার করা হতে পারে।  

এদিকে হোটেলের ভেতরে ও বাইরে অবস্থানকারী প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একাধিক ভিডিওতে গাড়ির পেছনের অংশে বিস্ফোরণ হতে দেখা গেছে।

বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি স্বচালিত গাড়ি সাইবার ট্রাক। এর মজবুত গড়নের জন্য বৈদ্যুতিক গাড়ি জগতে ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক জানিয়েছেন, কোনো প্রযুক্তিগত গোলোযোগের কারণে এই বিস্ফোরণ ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে বিস্ফোরণটি গাড়িতে বহন করা আতশবাজি বা বোমা থেকেই হয়েছে। গাড়ির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল লাস ভেগাস যুক্তরাষ্ট্রের নির্বাচিত পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত ট্রাম্প অর্গানাইজেশনের মালিকানাধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫