
বামে- ডোনাল্ড ট্রাম্প, ডানে- ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি। ছবিঃ সংগৃহীত
জেনারেল কাসেম সোলায়মানির হত্যার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে কার্যত দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির উপসমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি। এমন সময় ট্রাম্প এ হুমকি পেলেন- যখন চলতি মাসেই দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
লন্ডন থেকে প্রকাশিত ফার্সি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, কাসেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে হওয়া এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার মাসজেদি বলেন, ‘আমার মতে, (কাসেম সোলায়মানিকে হত্যার আদেশ দেওয়ার মাধ্যমে) ট্রাম্প সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সবচেয়ে বড় শক্তিকে বিনষ্ট করেছে। এই বিশুদ্ধ রক্তের জন্য তাকে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে।’ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। সেখানে মাসজেদি আরও বলেন, ‘অবশ্যই মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। বিশ্ব দেখেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান কতটা শক্তিশালী আর যুক্তরাষ্ট্র কতটা দূর্বল।’
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে ২০২০ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক ড্রোন হামলায় নিহত হন আইআরজিসির তৎকালীন প্রধান জেনারেল কাসেম সোলায়মানি। এ হামলায় আরও নিহত হন ইরাকি মিলিশিয়া বাহিনীর নেতা আবু মাহদি আল-মুহান্দিস। এ হত্যাকাণ্ড নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওয়াশিংটনের দাবি, যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছিলেন কাসেম সোলায়মানি। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইরাকে যুক্তরাষ্ট্রের আইন আল আসাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আইআরজিসি। তবে হামলার বিষয়টি আগাম জানিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।