Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সিরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সিরিয়া

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে দামেস্কের প্রধান বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে সিরিয়া। আজ শনিবার (৪ জানুয়ারি) দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল–সালিবি এ ঘোষণা দেন।

গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতনের পর সেখানকার প্রধান বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যায়।

আশহাদ বলেছেন, ‘মঙ্গলবার থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে পারব। আমরা আরব ও আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক করার নিশ্চয়তা দিচ্ছি। এতে সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে স্বাগত জানানো হবে।’

ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণবাহী উড়োজাহাজ ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। গত বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজ সেখানে ফ্লাইট চালু করার ঘোষণা দেয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫