Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১৮

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য

সোমবার ওয়াশিংটনে ভারি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

ভয়াবহ তুষারঝড়ের কবলে পরেছে  যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি মানুষ। এরই মধ্যে ৭টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

তুষাড়ের কারণে অনেক স্থানে তাপমাত্রা রেকর্ড মাত্রায় কমে গেছে। ২ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও কমপক্ষে দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়াও কয়েকটি অঙ্গরাজ্যের স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ওয়াশিংটনে ভারি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ঝড়টি যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫